সকালে মিরপুরে দ্বিতীয় নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ রানও করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। সিলেট টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে চোখের পলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ছেলেদের দল।
মিরপুর–সিলেটের বাতাস রাতে এসে আহমেদাবাদেই লেগেছে কি না, কে জানে! নয়তো জয়ের পথে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিংয়ে হঠাৎ এমন ধস নামল কেন? গুজরাট টাইটানসের দেওয়া ১৬৯ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে ফেলেছিল মুম্বাই। এরপরই অবিশ্বাস্য পতন।
শিশিরভেজা মাঠে পরে ব্যাটিংয়ের সুবিধা থাকার পরও ৮ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে ৬২, এরপর ৫ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ৪৩ রানের সমীকরণ মেলাতে পারেনি মুম্বাই। ‘ডেথ ওভারে’ গুজরাটের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আইপিএল ইতিহাসের অন্যতম সফল দলটি হেরে গেল ৬ রানে। হার দিয়ে আইপিএল মৌসুম শুরু করাকে শিল্পে রূপ দেওয়া মুম্বাই এ নিয়ে টানা ১২ বছর নিজেদের প্রথম ম্যাচ হেরে গেল। বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বশেষ নিজেদের প্রথম জিতেছিল ২০১২ সালে, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।
Post a Comment