লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউপির সদস্য (মেম্বার) ওমর ফারুক মুন্সির ইয়াবার সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাতে তাঁর মাদক সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তাঁকে খালি গায়ে, হাফপ্যান্ট পরে ইয়াবা সেবন করতে দেখা গেছে। তবে ছবিটি ঠিক কোন সময়ে তোলা হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি।
ওমর ফারুক মুন্সি উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া তিনি মুন্সিগঞ্জ বাজার পরিচালনা কমিটি এবং ওই বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, হাফপ্যান্ট পরে খালি গায়ে চেয়ারে বসে ফারুক ইয়াবা সেবন করছেন। তাঁর সামনে থাকা টেবিলে লাল রঙের লাইটার, সিগারেট, ফয়েল পেপার দেখা যায়।
তবে ইউপি সদস্য ওমর ফারুক মুন্সি বলেন, ‘আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার কারণে একটি চক্র আমার বিরুদ্ধে লেগেছে। ওই চক্র এডিট করে ইয়াবা সেবনের ছবিটি ছড়িয়ে দিয়েছে।’
চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, ‘ফারুকের ইয়াবা সেবনের ছবি ভাইরালের ঘটনা শুনেছি। স্থানীয় প্রশাসন বিষয়টি সত্যতা নিয়ে খোঁজখবর নিচ্ছেন।’
Post a Comment